New Update
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ ১৭তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ব্রাজিলে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র সঙ্গে দেখা করে, তার সাথে হাত মেলান এবং আলিঙ্গন করেন তিনি। এরপর এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি জানান,''এই বছরের ব্রিকস সম্মেলন এত সুন্দর করে,রিও ডি জেনেইরোতে আয়োজন করার জন্য,আমি প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ জানাই। অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক কল্যাণের জন্য ব্রিকস একটি শক্তিশালী মঞ্চ হিসেবে কাজ করছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/06/gvlzsimxoaawykz-2025-07-06-19-45-02.jpeg)
PM Narendra Modi posts on 'X': "Grateful to President Lula for hosting this year’s BRICS Summit in Rio de Janeiro. BRICS remains a powerful force for economic cooperation and global good." pic.twitter.com/lzKkE036Ty
— ANI (@ANI) July 6, 2025