হিরোশিমায় জি-৭ বৈঠকে নরেন্দ্র মোদী: একনজরে সমস্ত তথ্য

জি-৭ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। 

author-image
Aniket
New Update
g7

নিজস্ব সংবাদদাতা: জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হচ্ছে জি-৭ বৈঠক। জাপানের তরফে পূর্বেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থিত হয়েছেন। বৈঠকের পূর্বে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। তিনি সাক্ষাৎ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে।

এছাড়াও জাপানের হিরোশিমায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো ও তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে তিনি বলেন, "ভারত ইন্দোনেশিয়ার সাথে দৃঢ় সম্পর্ককে অগ্রাধিকার দেবে"। এছাড়াও তিনি কথোপকথন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে। সমস্ত দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছেন তিনি।