/anm-bengali/media/media_files/SxQIIkmMFugO6J7SH2tF.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশ কসোভোর পার্লামেন্টে বড় হাঙ্গামার ঘটনা ঘটেছে। সংসদ অধিবেশনে দেশের প্রধানমন্ত্রী আলবিন কুর্তি বক্তব্য রাখার সময় তাঁকে বিরোধী দলের এক সাংসদ জল ছুঁড়ে আক্রমণ করেন।
জানা গিয়েছে, সার্বিয়ার সঙ্গে কসোভোর সম্পর্ক নিয়ে দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তিনি এই কাজ করেন। নিজের আসন ছেড়ে উঠে এসে একেবারে সামনে থেকে প্রধানমন্ত্রীর দিকে জল ছিটিয়ে দেন বিরোধী দলের দাপুটে সাংসদ। তাঁর আচরণ দেখে সন্দেহ হওয়ায় প্রধানমন্ত্রীর দলের এক সমর্থক ফাইল দিয়ে আড়াল করে বিরোধী সাংসদকে বাধা দেওয়ার চেষ্টা করেন।
A brawl broke out in Kosovo's parliament as lawmakers hurled objects across the floor of the house and grappled with one another https://t.co/Tbblg4i1N2pic.twitter.com/MEYC1Xybg8
তবে বিরোধী সাংসদের কাজে পুরোপুরি জলে ভিজে যান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর ওপর হামলা করা বিরোধী দলের সেই সাংসদের দিকে তেড়ে যান শাসক দলের এমপি-রা। পাল্টা দিতে শুরু করেন বিরোধীরা। এরপর একে একে সব সাংসদরা এক জায়গায় এসে তুমুল মারামারি শুরু করেন। হাঙ্গামায় বেশ কয়েকজন সাংসদ চোট পান।
প্রধানমন্ত্রীকে শারীরিক আক্রমণ করার চেষ্টা করায় সেই সাংসদকে পার্লামেন্ট থেকে বের করা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us