BREAKING: পরীক্ষার প্রশ্নপত্র চুরি করতে স্কুলে হানা ! গ্রেপ্তার শিক্ষক ও অভিভাবক

কোথায় ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ কোরিয়ার অ্যান্ডং শহরের একটি উচ্চ বিদ্যালয়ে, পরীক্ষার প্রশ্নপত্র চুরি করতে গভীর রাতে স্কুলে ঢুকে পড়েন এক শিক্ষক ও এক অভিভাবক। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে গত ৪ জুলাই রাত ১টার দিকে। এই দুজন স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই স্কুলের অ্যালার্ম বেজে যায়। গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন হলেন ৩১ বছর বয়সী একজন শিক্ষক এবং অপরজন হলেন ৪৮ বছর বয়সী এক শিক্ষার্থীর মা। পুলিশ জানিয়েছে, দু’জনেই এই অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিশের দেওয়া তথ্য মতে, ''ওই শিক্ষক আগে ওই স্কুলেই কাজ করতেন এবং এখন ঐ ছাত্রের প্রাইভেট টিউটর হিসেবে যুক্ত ছিলেন।'' অনুমান করা হচ্ছে, পরীক্ষায় ভালো ফল করার জন্য তারা আগেও এমন কাজ করে থাকতে পারেন। এ ছাড়াও,এই বিষয়ে শিক্ষক ও অভিভাবকের মধ্যে আর্থিক লেনদেন হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। এছাড়াও, এক স্কুল কর্মীকেও এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

mn