বেশিরভাগ আমেরিকানই 'নেতানিয়াহুর বর্বর যুদ্ধের' বিরোধিতা করে: বার্নি স্যান্ডার্স

আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ভার্মন্টের এই মার্কিন সিনেটর X-তে একটি পোস্টে বলেছেন যে "৬০ শতাংশ আমেরিকান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নেতানিয়াহুর বর্বর যুদ্ধের বিরোধিতা করে"। "আমরা এই যুদ্ধে অর্থায়নের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি করছি," বার্নি স্যান্ডার্স বলেন।

এছাড়া তিনি বলেন, "এখন রিপাবলিকানদের সরানোর সময়। গড়পড়তা রিপাবলিকানরা কি কোটি কোটি শিশুকে অনাহারে রেখে খরচ করতে চান? আমার মনে হয় না"।

US senator says Israel's Netanyahu 'started this war' against Iran