মুখ ঢাকা মুখোশ পরে মসজিদে ঘটানো হল অগ্নিকান্ড ! 'হেট ক্রাইম' হিসেবে দেখছে ব্রিটেনের পুলিশ

কেন ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : গতকাল শনিবার রাতে ব্রিটেনের পূর্ব সাসেক্সের পিসহেভেনে (Peacehaven, East Sussex) অবস্থিত একটি মসজিদে এক ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনাটিকে ব্রিটেনের পুলিশ একটি ঘৃণামূলক অপরাধ (Hate Crime) হিসেবে বিবেচনা করছে। এই ঘটনার সময়ে ওই মসজিদের ভেতরে দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন। যদিও তারা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

এক সাক্ষাৎকারে ওই মসজিদের এক স্বেচ্ছাসেবক জানান,''মুখ ঢাকা মুখোশ (বালাক্লাভা) পরা দুজন ব্যক্তি প্রথমে মসজিদের সামনের দরজা জোর করে খোলার চেষ্টা করে। দরজা বন্ধ দেখে তারা প্রবেশ পথের কাছে রাখা একটি গাড়িতে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

mosque2

ভয়াবহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই স্বেচ্ছাসেবক বলেন, "এটি হত্যাকাণ্ড হতে পারত।"

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই হামলার ঘটনা স্থানীয় জনগণের মধ্যে এক তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।