New Update
/anm-bengali/media/media_files/0ZsQcbj0dEZ8p5y5cjav.jpg)
Moscow Threatens To Scrap Ukraine Grain Deal Over Exports
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার ( Russia) পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ( Sergei Lavrov) শুক্রবার তুরস্ক সফরে যান। এই সফরেই ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি বাতিল করলো রাশিয়ার (Russia) পররাষ্ট্রমন্ত্রী। সের্গেই ল্যাভরভ বলেন, "যদি রাশিয়ার সার ও শস্য রফতানিতে বাধা না দেয় তবেই ইউক্রেনের সঙ্গে চুক্তি বাতিল হবে না।" তবে রাশিয়ার এই মন্তব্যের পরে এখনও পর্যন্ত ইউক্রেনের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us