ধ্বংস বাঁধ, ভয়াবহ বন্যা! নিরাপদ স্থানে ১ হাজারের বেশি মানুষ

খেরসন শহর ও ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
,কজভবন

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন এবং ইউক্রেনের অধিকৃত অন্যান্য এলাকা থেকে নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ায় এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

ইউক্রেনের খেরসন অঞ্চলের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আঞ্চলিক রাজধানীর ওস্ট্রিভ জেলার ১ হাজার ২২১ জনসহ বন্যাকবলিত এলাকা থেকে ১ হাজার ৩৬৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেন নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়ি জলের নিচে রয়েছে।

প্রোকুদিন বলেন, "রাশিয়ার দখলে থাকা ডিনিপ্রো নদীর পূর্ব তীরে কোরসুঙ্কা এবং ডিনিপ্রিয়ানির বসতিগুলো পুরোপুরি প্লাবিত হয়েছে এবং ক্রিঙ্কি, কোজাচি লাহেরি, পিশচানিভকা, ওলেশকি, কার্দাশিঙ্কা, হোলা প্রিস্তান এবং স্টারা জবুরিভকা আংশিক ভাবে প্লাবিত হয়েছে।" 

তিনি বলেন, "খেরসন অঞ্চলে এখন পর্যন্ত ৭১টি বাড়ি প্লাবিত হয়েছে। শুধু টিয়াহিঙ্কা গ্রামে ২টি সেতু ও ৩৩টি বাড়ি প্লাবিত হয়েছে। বুরহুঙ্কায় ৩টি বাড়ি জলের নিচে তলিয়ে গেছে। ওদ্রাদোকামিয়াঙ্কায় একটি সেতু প্লাবিত হয়েছে। কোজাতস্কে গ্রামে ৩০টি বাড়ি প্লাবিত হয়েছে।"