পাকিস্তানে চরম অবস্থা! মৃত ২৬৬

কি ঘটেছে সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ২৬ জুন থেকে পাকিস্তান জুড়ে মুষলধারে বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ২৬৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ১২৬ জন শিশু রয়েছে এবং ৬২৮ জন আহত হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতজনিত ঘটনায় ১৪ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। মোট নিহতের সংখ্যা ৯৪ জন পুরুষ, ৪৬ জন মহিলা এবং ১২৬ জন শিশু।

পাঞ্জাবে সবচেয়ে বেশি ১৪৪ জন নিহত হয়েছে, এরপর খাইবার পাখতুনখোয়ায় ৬৩ জন, সিন্ধুতে ২৫ জন, বেলুচিস্তানে ১৬ জন, পাক-অধিকৃত কাশ্মীরে ১০ জন এবং ইসলামাবাদে আটজন নিহত হয়েছে।

Monsoon havoc in Pakistan: 54 dead in 24 hours; public alert issued - Times  of India