রাজা চার্লসের সঙ্গে মোদীর বৈঠক

আলোচনায় শিক্ষা, যোগ, পরিবেশ ও বাণিজ্য।

author-image
Aniket
New Update
Gwo7_sbbgAIqG-h

নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তাঁর “খুবই ইতিবাচক” বৈঠক হয়েছে। টুইটে মোদী লেখেন, “রাজা চার্লসের সঙ্গে একটি অত্যন্ত ভালো বৈঠক হয়েছে। ভারত-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে CETA ও Vision 2035-এর প্রেক্ষিতে বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতি নিয়ে।”

modi

প্রধানমন্ত্রী জানান, এই আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য ও ‘ওয়েলনেস’ বিষয়ক নানা দিক উঠে আসে। রাজা চার্লস বিশেষভাবে যোগ ও আয়ুর্বেদের প্রতি আগ্রহী — এ বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে। এছাড়াও পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।