প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ জানিয়ে মোদীর টুইট

কৌশলগত অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ ভারত-ব্রাজিল।

author-image
Aniket
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: ব্রাজিল সফর শেষে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে কথোপকথনের বিষয়ে সামাজিক মাধ্যমে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় মোদী লেখেন, “প্রেসিডেন্ট লুলার সঙ্গে ভালো কথা হয়েছে। ব্রাজিল সফরকে স্মরণীয় ও অর্থবহ করে তোলার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে জনগণকেন্দ্রিক মজবুত অংশীদারিত্ব সকলেরই উপকারে আসে।”

Narendra Modi

প্রধানমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট, ভারত-ব্রাজিল সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দেশের নেতৃত্বই আগ্রহী। সফরের সময় বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে সেই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।