আরও এক দেশে পা রাখবেন মোদী! জানুন বৈঠকের সময়সূচী

ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিী।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,মণ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ফ্রান্সের উদ্দেশে দিল্লি থেকে রওনা হয়েছেন। তিনি ভারতীয় সময় বিকেল ৪ টার দিকে প্যারিসে পৌঁছাবেন এবং অরলি বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্রান্সের বাস্টিল ডে প্যারেডে সম্মানিত অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রে খবর, ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিনেটে এসে সিনেটের প্রেসিডেন্ট জেরাড লারচারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় রাত ১১টা নাগাদ লা সেইন মিউজিক্যালে ইন্ডিয়ান কমিউনিটির একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া নৈশভোজে অংশ নিতে এলিসি প্যালেসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।