New Update
/anm-bengali/media/media_files/X6MM67OWau3oB81igs10.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন মুলুকে সফর শেষে রবিবার মিশরে গিয়ে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী। মিশরের রাজধানী কায়রোতে পৌঁছলেন তিনি। সেখানে পৌঁছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মিশরের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর তাঁর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এর আগে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ হয় তাঁর। মার্কিন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর জন্য বহু মূল্যবান উপহার নিয়ে গিয়েছিলেন তিনি।
#WATCH | PM Narendra Modi meets Egypt’s President Abdel Fattah al-Sisi, in Cairo pic.twitter.com/auW6j6qCBY
— ANI (@ANI) June 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us