Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/tDH16fRIhtBWW8GQpfwH.jpg)
নিজস্ব সংবাদদাতা : ২০১৫ সালে নিখোঁজ হয়ে যায় এক কিশোর। এই ঘটনার প্রায় ৮ বছর পর খোঁজ মিলল সেই কিশোরের। যদিও সে এখন আর কিশোর নেই। ২৫ বছরের যুবক হয়ে গিয়েছে।
যুবকের নাম ফেরিয়াস। ২০১৫ সালে টেক্সাসের হিউস্টনে তাঁকে তার কুকুরের সঙ্গে শেষ বার দেখা গিয়েছিল। তারপর ৮ বছর তাঁর আর কোনও খোঁজ ছিল না। তখন ১৭ বছর বয়স ছিল ফেরিয়াসের। এরপর ২০২৩ সালে এসে মিলল তাঁর খোঁজ। সোমবার এই খবর দেন ফেরিয়াসের পরিবার এবং পুলিশ।
পুলিশের মুখপাত্র জন ক্যানন জানান, গত বৃহস্পতিবার তারা একটি ফোন পান। তাদের বলা হয়, দক্ষিণ-পূর্ব হিউস্টনের এক চার্চের সামনে পড়ে রয়েছেন এক ব্যক্তি। খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম ফেরিয়াস। ৮ বছর আগে সে হারিয়ে গিয়েছিল। তবে এত দিন সে কোথায় ছিল, সেই বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us