/anm-bengali/media/media_files/JUu7Lsucwe6A6rWEJSCO.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের সুমি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা দেখা দেওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার অনুরোধ জানানো হয়েছে। এলাকাবাসীদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/BqjYpqRr23bz2yf0Q79r.webp)
উল্লেখ্য, সম্প্রতি সুমি অঞ্চলে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রশাসনের এক কর্মকর্তা বলেন,
“বর্তমানে আকাশপথে সম্ভাব্য শত্রু ক্ষেপণাস্ত্রের গতিবিধি নজরে রাখা হচ্ছে। আমরা সকল নাগরিককে সতর্ক ও প্রস্তুত থাকার অনুরোধ জানাই।”
পরিস্থিতির ওপর প্রশাসন ও সেনাবাহিনী নজর রাখছে বলে জানানো হয়েছে।
⚡️Sumy region - missile danger.
— BLYSKAVKA (@blyskavka_ua) June 19, 2025
UPD: 20:42 Chernihiv region - missile danger.
20:44 Explosions are heard in Sumy region.
20:45 Launches of KAB by enemy tactical aircraft into the Donetsk region.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us