দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

ডোব্রোপিলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত, ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানালেন দোনেৎস্ক প্রশাসক।

author-image
Aniket
New Update
Gv_4_y4XwAAfhzs

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়া শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দোনেৎস্ক ওব্লাস্ট মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ভাদিম ফিলাশকিন। হামলার কারণে শহরের বহু আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলাশকিন সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, "ডোব্রোপিলিয়ায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৬ জনের আহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক।"

হামলার ফলে ৫৪টি ব্যবসা প্রতিষ্ঠান, ১৩টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং-এর ৩০৪টি ফ্ল্যাট এবং ৮টি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধার ও অগ্নিনির্বাপন কাজ এখনও চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি পরিষেবা এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে হামলা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডোব্রোপিলিয়া মূলত একটি খনিশিল্প নির্ভর শহর, যেখানে বিগত কয়েক মাস ধরেই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। দোনেৎস্ক অঞ্চল দীর্ঘদিন ধরেই রুশ-ইউক্রেন সংঘাতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।