/anm-bengali/media/media_files/2025/06/16/xLHaMCTxFcdSRD4femtJ.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এক আইনপ্রণেতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ – এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম।
সূত্র অনুযায়ী, নিহত ওই আইনপ্রণেতা সম্প্রতি একটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/a15b5a18-887.png)
তবে হত্যার পেছনে সম্ভাব্য উদ্দেশ্য, বা এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা জানিয়েছে মিনেসোটা পুলিশ বিভাগ। এদিকে, নিহত আইনপ্রণেতার পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত বিচার ও তদন্তের দাবি জানিয়েছেন।
#BREAKING Police catch suspected killer of Minnesota lawmaker, US media reports pic.twitter.com/HpoRQBwBCZ
— AFP News Agency (@AFP) June 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us