/anm-bengali/media/media_files/ZC74IKeh3TxbeeBBpLf1.jpg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে রাশিয়ান বাহিনী। যার ফলে ৫ টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে সোমবার এই বিষয়ে জানানো হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, মোট ৪০ টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৩৫ টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে রাশিয়ান বাহিনীর তরফে। যার মধ্যে ৩৭ টি ক্ষেপণাস্ত্র এবং ২৯ টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ভ্যালেরি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ইতিপূর্বে আবার কিয়েভে কমপক্ষে ১০ টি বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়ান বাহিনী। কিয়েভের ওপর বিমান হামলার সাইরেন বাজছে। মে মাসের শুরু থেকে এই নিয়ে ১৫ তম বিমান হামলা চালানো হয়েছে কিয়েভে।
#BREAKING Russian strike hits military facility in western Ukraine: region pic.twitter.com/vPzHZiiCTF
— AFP News Agency (@AFP) May 29, 2023
#BREAKING At least 10 explosions, air raid sirens sound over Kyiv: AFP journalists pic.twitter.com/GjObQHWLaQ
— AFP News Agency (@AFP) May 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us