/anm-bengali/media/media_files/6t1dP09bNXyRCdFG8qdG.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এযেন তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত। ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এই আশঙ্কা করা হচ্ছিলই। কিন্তু তা যে দ্রুত হারে সত্যি হতে চলেছে তা কে জানত?
ইসরায়েল-হামাস সংঘর্ষ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে এমন আশঙ্কা করেছিল মিলিশিয়ারা। সেই আশঙ্কা থেকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা মার্কিন বাহিনীর উপর হামলা চালাল। সিরিয়ায় দুটি মার্কিন যুদ্ধবিমান, যা অস্ত্র ও গোলাবারুদ দিয়ে পরিপূর্ণ ছিল তা উড়িয়ে দিল মিলিশিয়ারা। আর এতেই আশঙ্কা করা হচ্ছে মার্কিন সেনা এই হামলা ভালো ভাবে নেবে না। তারাও পালটা হামলা চালাবে, আর তাতে যুদ্ধের আশঙ্কা বাড়বে বই কমবে না।
Two US fighter jets struck weapons and ammunition facilities in Syria in retaliation for attacks on US forces by Iranian-backed militia as concerns grew that the Israel-Hamas conflict may spread in the Middle East https://t.co/Vo8RiDXaw2
— Reuters (@Reuters) October 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us