/anm-bengali/media/media_files/2025/04/22/sSVbfiDxwLKO1ilIkcyA.jpg)
নিজস্ব সংবাদদাতা : মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সোমবার পোপ ফ্রান্সিসকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। প্রেসিডেন্ট শেইনবাউম পোপকে একজন মানবতাবাদী এবং সবচেয়ে সাধারণ ও দরিদ্র মানুষের পাশে থাকা এক মহান ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন— "পোপ ফ্রান্সিস ছিলেন একজন মানবিক নেতা, যিনি সব সময় সাধারণ মানুষের, বিশেষ করে দরিদ্রদের পাশে থেকেছেন। এমন নেতার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য।"
/anm-bengali/media/media_files/2025/04/21/1000191790-779992.jpg)
মেক্সিকো এবং ভ্যাটিকানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বরাবরই উষ্ণ। পোপ ফ্রান্সিস মেক্সিকো সফরের সময় বহুবার সামাজিক ন্যায় ও দরিদ্রদের অধিকারের পক্ষে সরব হয়েছেন। প্রেসিডেন্ট শেইনবাউমের এই বক্তব্য সেই সম্পর্কের প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Mexican President Claudia Sheinbaum paid tribute to Pope Francis on Monday, describing him as a "humanist, and a man who was always close to the most humble, to the poor." pic.twitter.com/KWXbwQxvrK
— CBS News (@CBSNews) April 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us