মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ড! অভিবাসন প্রধানের বিরুদ্ধে অবৈধ আচরণের অভিযোগ

মেক্সিকোর একটি সরকারি ডিটেনশন সেন্টারে অগ্নিকাণ্ডে ৪০ জন অভিবাসী নিহত হওয়ার ঘটনায় মেক্সিকোর শীর্ষ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অফিসে অবৈধ অনুশীলনের অভিযোগ এনেছেন দেশটির প্রসিকিউটররা।

author-image
Aniruddha Chakraborty
New Update
নভবভ

নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোর একটি সরকারি ডিটেনশন সেন্টারে অগ্নিকাণ্ডে ৪০ জন অভিবাসী নিহত হওয়ার ঘটনায় মেক্সিকোর শীর্ষ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অফিসে অবৈধ অনুশীলনের অভিযোগ এনেছেন দেশটির প্রসিকিউটররা। ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) প্রধান ফ্রান্সিসকো গার্ডুনো এই মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা, যার ফলে হত্যার অভিযোগে আরও বেশ কয়েকজন আইএনএম কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুনানির পর গার্ডুনো বলেন, 'বিচারকের সামনে আমি নীরব থাকার অধিকার প্রয়োগ করেছেন। উত্তর সীমান্তের শহর সিউদাদ জুয়ারেজে এই শুনানি অনুষ্ঠিত হয়।' শুনানি শেষে তার আইনজীবী রডলফো পেরেজ বলেন, 'গার্ডুনোকে আইএনএম প্রধানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য প্রসিকিউটরদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিচারক।'