New Update
/anm-bengali/media/media_files/ALxSviQxH3Qp235Phq7Q.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের ১২ আগস্ট অর্থাৎ আজ আকাশ থেকে একসঙ্গে অনেক তারা খসে পড়তে চলেছে। শনিবার রাতের আকাশে এই ঘটনা ঘটবে যাকে বলা হয় উল্কাবৃষ্টি। এমনটাই দাবি করছেন জ্যোতির্বিদরা। নাসার রিপোর্ট অনুযায়ী আজ মধ্যরাতের পর ঘন্টায় ২০০ টি উল্কা খসে পড়তে পারে। নর্দান হেমিস্ফিয়ার থেকে সবথেকে ভালো এই দৃশ্য উপভোগ করা যাবে। তারা খসে পড়ার সময়ে গতিবেগ থাকবে প্রতি সেকেন্ডে ২০ কিলোমিটার পর্যন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us