/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নতুন দিল্লিতে রাশিয়া-ভারত শীর্ষ সম্মেলনের পূর্বে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্সিয়াল এইড ইউরি উশাকভ। তিনি জানান, এই সফর দুই দেশের বিস্তৃত সম্পর্ক ও সহযোগিতার পূর্ণাঙ্গ আলোচনা করার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। প্রধান বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পাশাপাশি রাশিয়া-ইন্ডিয়া বিজনেস ফোরামে যোগদান এবং ভারতে RT টিভি চ্যানেল উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন ভ্লাদিমির পুতিন। এছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তাঁর পৃথক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানান উশাকভ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/03/g7qsztfaoaa8xrn-2025-12-03-21-49-56.png)
এই সফর শেষে একটি যৌথ বিবৃতি ঘোষণা এবং বিভিন্ন ক্ষেত্রে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে রুশ-ভারত অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত উন্নয়ন কর্মসূচি ২০৩০ পর্যন্ত অনুমোদন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি, যা ভবিষ্যৎ বাণিজ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে পারে।
Ahead of the Russia-India Summit in New Delhi, Russian Presidential Aide Yury Ushakov says, "This visit is of high importance and provides an opportunity to discuss the entire extensive agenda of Russian-Indian relations comprehensively. In addition to the main talks with… pic.twitter.com/BF26YG7QQv
— ANI (@ANI) December 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us