চার্লি কার্কের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মেলানিয়া ট্রাম্প ! পরিবারের জন্য করলেন বড় ঘোষণা

কি বললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
Melania

নিজস্ব সংবাদদাতা : চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর এবার এই বিষয়ে শোকপ্রকাশ করলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি এই ঘটনাকে 'সহানুভূতিশীল সচেতনতা'র অভাব বলে উল্লেখ করেছেন এবং কার্কের দুই ছোট ছোট সন্তানদের জন্যও শোকপ্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মেলানিয়া ট্রাম্প বলেন, "চার্লির সন্তানদের স্মৃতি দিয়ে নয় বরং গল্প শুনে বড় হতে হবে। হাসির বদলে তাদের জীবনে এখন থাকবে শুধুই ছবি, আর তাদের বাবার কণ্ঠস্বরের জায়গায় থাকবে শুধুই নীরবতা।" এই বিবৃতিতেই তিনি এই মর্মান্তিক ঘটনায় তার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন।

melania trump and donald trump

উল্লেখ্য,চার্লি কার্ক শুধু মার্কিন প্রেসিডেন্টের একজন বিশ্বস্ত সৈন্যই ছিলেন না, তিনি ট্রাম্প পরিবারেরও একজন ঘনিষ্ঠ বন্ধুও হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে আমেরিকার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।