New Update
/anm-bengali/media/media_files/2025/06/24/iran-flag-2025-06-24-11-40-02.webp)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণা প্রসঙ্গে পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি করলেন কটাক্ষ। তিনি বলেছেন, "প্রথমত, আমি ইরানের জনগণকে সেই অনুভূতির জন্য অভিবাদন জানাই যে তারা এই যুদ্ধে লড়াই করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে নতজানু হতে বাধ্য করেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তিনি মার্কিন প্রেসিডেন্টের পদকে অবজ্ঞা করেছেন। তিনি নিজেও জানেন না যে তিনি পরবর্তীতে কী বলবেন বা করবেন"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/CsJYNnREcgSjmjPeMUbJ.webp)
#WATCH | Srinagar, J&K | On US President Donald Trump announcing Iran-Israel ceasefire, PDP President Mehbooba Mufti says, " Firstly, I salute the people of Iran for the sentiment with which they fought this war and brought the US and Israel to their knees...Since Trump has come… pic.twitter.com/V7jZXToFCD
— ANI (@ANI) June 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us