New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের খেরসন শহরে রুশ বাহিনী ড্রোন হামলা চালিয়ে একটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু করে। আঞ্চলিক সামরিক প্রশাসনের তথ্যে জানা গেছে, এ ঘটনায় তিনজন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন ৪৯ বছর বয়সী এক নারী এবং ৪৫ ও ৬৭ বছর বয়সী দুই পুরুষ। তাঁদের শরীরে বিস্ফোরণ ও শেল-এর আঘাতজনিত জখম হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসা সহায়তা পেয়েছেন এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
⚡️Russians attacked a medical facility in Ukrainian city of Kherson with drones, — the Regional Military Administration reports.
— BLYSKAVKA (@blyskavka_ua) September 24, 2025
Three healthcare workers were injured: a 49-year-old woman and two men, aged 45 and 67.
They sustained blast and shrapnel injuries and have already…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us