নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশঃ বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে বুধবার সারাদিন চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে চট্টগ্রাম। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে। ভিডিও ফুটেজ দেখে আটককৃত ৩৩ জনের মধ্যে থেকে ৭ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা এখন পুলিশ হেফাজতে।
বুধবার দুপুরে নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। বুধবার বিকেল ৩টার দিকে টাইগারপাস এলাকা ছাত্র-জনতার স্লোগানে উত্তাল হয়ে উঠে চট্টগ্রাম।