/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটে গেল পিটসবার্গের ক্যারিক হাই স্কুলে। আজ সকালে ওই স্কুলের এক শিক্ষার্থী হঠাৎ করেই নিজের অপর তিন সহপাঠীকে একটি ছোট্ট ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করে। এই ঘটনায় ওই অভিযুক্তও আহত হয়েছে। এই বিষয়ে পিটসবার্গ পাবলিক সেফটি জানিয়েছে, আজ সকালে এরকম একটি "গুরুতর ঘটনার" খবর পেয়ে পিটসবার্গ পুলিশ, দমকল বাহিনী এবং ইএমএস (EMS) কর্মীদের দ্রুত স্কুলে পাঠানো হয়। এরপর পিটসবার্গ পাবলিক স্কুলের একজন মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করে পুরো ঘটনাটি বিস্তারিত ভাবে জানিয়েছেন। তিনিই প্রথম বলেন,''একজন শিক্ষার্থী একটি "ছোট ছুরি" ব্যবহার করে অন্য তিন শিক্ষার্থীকে আহত করেছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YF17g0rhPpqPgZ20Vr27.jpg)
পিটসবার্গ পাবলিক সেফটি জানিয়েছে,''আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে পেটে ছুরি মারার কারণে ইএমএস (EMS) কর্মীরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এবং অন্যজন স্থিতিশীল অবস্থায় রয়েছে।'' কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ী ওই অভিযুক্ত শিক্ষার্থী এখন পুলিশি হেফাজতে আছে। ওই অভিযুক্তের হাতেও আঘাত লেগেছে। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকদের দ্বারা প্রাথমিক চিকিৎসা করার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us