ঢাকার গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন ! নিহত ৯

ঢাকায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-16 at 10.12.29 AM

dhaka

নিজস্ব সংবাদদাতা : ঢাকার মিরপুরের রূপনগরে গতকাল মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ ব্যক্তি দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ঢাকার মিরপুরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এসময় পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী।

WhatsApp Image 2025-10-16 at 10.12.40 AM
dhaka

এরপর তাদের সঙ্গে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সার্চিং অপারেশন চলমান রয়েছে। কেমিক্যাল গোডাউনটির ভেতরে এখনো আগুন জ্বলছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ সে কারণে ফায়ার ফাইটারদের ভেতরে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি না। ওই ভবনে মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে আপাতত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কেমিক্যাল গোডাউনে থাকা কেমিক্যাল এখনো সম্পন্ন নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। সবাইকে ন্যূনতম ৩০০ গজ দূরে থাকতে বলা হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।