New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : উত্তর-পশ্চিম তুরস্কের কোকায়েলি (Kocaeli) প্রদেশে আজ সকালে একটি পারফিউম (সুগন্ধি) ডিপোতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন এবং ১ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ (শনিবার) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগুন লাগার আগে ডিপোটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাসায়নিকের উপস্থিতির কারণে বিস্ফোরণের পরই আগুন দ্রুত ডিপোর ভেতরে ছড়িয়ে পড়ে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/20/c7sWP9rOPiIxP0hUL0za.jpg)
এরপরেই ঘটনাস্থলে জরুরি সুরক্ষা দল এবং দমকল কর্মীরা দ্রুত পৌঁছান এবং এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us