রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা ! তেল কোম্পানিতে লেগে গেল আগুন

কে রয়েছে এই হামলার পিছনে ?

author-image
Debjit Biswas
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : আজ রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি তেল কোম্পানির ওপর এক ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। এই হামলার ফলে ওই তেল কোম্পানির বেশকিছু স্থাপনায় আগুন লেগে যায়। ওখানকার আঞ্চলিক গভর্নর রাদিয় খাবিরভ এই খবর নিশ্চিত করেছেন।

এই বিষয়ে গভর্নর তার টেলিগ্রাম পোস্টে লিখেছেন, "আজ বাশনেফট কোম্পানি এক ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে।"

খাবিরভ জানান,''একটি ড্রোনকে ওই তেল কোম্পানির ওপর গুলি করে নামানো হয়, যার ফলে আগুন লেগে যায়। তবে, দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।'' তিনি আরও জানান যে, ''ওই স্থাপনার ক্ষয়ক্ষতি সীমিত এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দ্বিতীয় একটি ড্রোনকেও গুলি করে নামানো হয়েছে।''

Drone

যদিও খাবিরভের টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের নাম উল্লেখ করা হয়নি। তবে, রাশিয়ার তেল কোম্পানিগুলিতে এর আগেও ইউক্রেনের পক্ষ থেকে এই ধরণের হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।