BREAKING: ভয়াবহ ফেরি দুর্ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ায় ! নিখোঁজ ৬১

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গতকাল জাভার বানিউওয়াঙ্গি বন্দর থেকে বালি যাওয়ার পথে এক ভয়াবহ ফেরি দুর্ঘটনার ফলে, প্রায় ৬১ জন মানুষ নিখোঁজ হয়েছেন ইন্দোনেশিয়ায়। মূলত এই ফেরিটি জাভা দ্বীপ থেকে বালি যাচ্ছিল। কিন্তু মাঝপথেই এটি বালি প্রণালীতে ডুবে যায়। এরপর ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীরা এই দুর্ঘটনায় কবলিত মানুষদের খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। তাদের অনুমান অন্তত ৬১ জন মানুষ এখনও নিখোঁজ অবস্থায় রয়েছেন। জাভা দ্বীপ থেকে বালিগামী এই ফেরির নাম ছিল “কেএমপি তুনু প্রতমা জয়া”।

mumbai ferry accident

এই ফেরিতে প্রায় ৫৩ জন যাত্রী এবং ১২ জন ত্রু উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার ভোরে এদের মধ্যে ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মূলত লাইফবোটের সাহায্যে এনারা  নিজেদের প্রাণ বাঁচিয়েছেন। সূত্র মতে জানা যাচ্ছে যে এই ফেরিতে যাত্রী ছাড়াও ১৪টি ট্রাকসহ মোট ২২টি গাড়িও ছিল। তবে হঠাৎ করে কেন এইভাবে ফেরিটি ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়।