New Update
/anm-bengali/media/media_files/sKFQk3YHbE6mFDrZimAR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভূমিকম্পের দেশ জাপানে ফের কম্পন আতঙ্ক। এদিন, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ উত্তর জাপানের হোক্কাইডো প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। কম্পনের উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর উরাকাওয়ার উপকুলবর্তী অঞ্চল থেকে ১৪০ কিমি গভীরে। তবে এত বড় ভূমিকম্পের পরেও সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে।
JUST IN 🚨 Footage shows shaking during Japan's 6.2 magnitude earthquake
— Insider Paper (@TheInsiderPaper) June 11, 2023
pic.twitter.com/Q1oN8plVnk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us