যেকোনও মুহূর্তে আঁছড়ে পড়তে পারে সুনামি ! ফিলিপিন্সে আঘাত হানলো ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে ফিলিপিন্স।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ফিলিপিন্সের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানলো ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। আজ সকালেই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এই খবরটি নিশ্চিত করেছে। এই শক্তিশালী ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ বিপজ্জনক সুনামির আশঙ্কায় অবিলম্বে সতর্কতা জারি করেছে।

EARTH QUAKE

এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিনদানাও (Mindanao) দ্বীপের পূর্ব উপকূল থেকে কিছুটা দূরে। এটি মিনদানাও-এর রাজধানী দাভাও (Davao) শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার (৭৯ মাইল) দূরে আঘাত হানে। এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৫৮.১ কিলোমিটার (৩৬ মাইল)। এই ভূমিকম্পের পর ফিলিপিন্সের আগ্নেয়গিরি ও সিসমোলজি ইনস্টিটিউট (PHIVOLCS) জানিয়েছে,''যেকোনও মুহূর্তে এক ভয়াবহ সুনামি দেখা দিতে পারে।'' তাই পূর্ব ও দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা আরও ভিতরের দিকে সরে যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

যদিও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি,তবে কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য কাজ করছে এবং ভূমিকম্পের পরে আফটারশক (aftershocks) হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে।