ইউক্রেনে জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি: বিচারমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন জেলেনস্কি

রাষ্ট্রপতি জানান, দুর্নীতি মামলায় জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ও নিষেধাজ্ঞা জারি করা হবে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-12 9.26.36 PM

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জ্বালানি খাতে সাম্প্রতিক দুর্নীতির ঘটনায় দেশের বিচারমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে বিচারমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রী তাদের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।”

জেলেনস্কি আরও জানান, তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই দুই মন্ত্রীর পদত্যাগপত্র দ্রুত জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। “আমি ভেরখোভনা রাদার সদস্যদেরও আহ্বান জানাচ্ছি যেন তারা এই পদত্যাগগুলো অনুমোদন করেন। পরবর্তীতে সবকিছু আইনগত কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে,” বলেন তিনি।

রাষ্ট্রপতি আরও ঘোষণা দেন যে, জ্বালানি সংস্থা “এনারগোঅ্যাটম”-এর দুর্নীতি তদন্তে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে। জেলেনস্কির ভাষায়, “এই দুই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রপতির ডিক্রি অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

ইউক্রেনের সংবাদমাধ্যম ইকোনোমিচনা প্রাভদা জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছেন মিন্দিচ এবং জুকারম্যান নামের দুই ব্যক্তি, যাদের বিরুদ্ধে ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা (NABU) তদন্ত করছে।