BREAKING: বড়মাপের বাস দুর্ঘটনায় তীব্র হাহাকার ইরানে ! নিহত কমপক্ষে ২১

বড় বাস দুর্ঘটনার শিকার হল ইরান।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ইরানের কাভার শহরের কাছে একটি যাত্রীবোঝাই বাস উল্টে যাওয়ায়, অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং এই দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে, স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। এই বিষয়ে ফার্স প্রদেশের জরুরি পরিষেবা সংস্থার প্রধান মাসউদ আবেদ জানান,''এই দুর্ঘটনায় ৩৪ জন আহত হয়েছেন।'' এছাড়াও দুর্ঘটনাটি শিরাজ শহরের দক্ষিণে ঘটেছে বলে তিনি জানান। এই আহতদের মধ্যে অনেককেই কাভার হাসপাতাল এবং আশপাশের অন্যান্য চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।” দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

Accident