ট্রাক ও পিকআপের সংঘর্ষ! মৃত্যু ১৪ জনের

বাংলাদেশে (Bangladesh) সিলেটের নাজিরবাজারে ঢাকা-সিলেট জাতীয় সড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে (Accident) ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। ট্রাকে করে কাজের জন্য ৩০ জন শ্রমিক যাচ্ছিলেন।

author-image
SWETA MITRA
New Update
accident bangladesh.jpg

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে (Bangladesh) সিলেটেরনাজিরবাজারেঢাকা-সিলেটজাতীয় সড়কেট্রাকপিকআপেরসংঘর্ষে (Accident) ১৪জননিহতহয়েছেন।এছাড়াদুর্ঘটনায়আহতহয়েছেনআরও১৭জন।ট্রাকে করে কাজেরজন্য৩০জনশ্রমিকযাচ্ছিলেন।জানা গিয়েছে, আজ বুধবারভোর৫টা৩৯মিনিটেদক্ষিণসুরমারনাজিরবাজারএলাকায়দুর্ঘটনাঘটে।সংঘর্ষেরপরশ্রমিকবহনকারীপিকআপটিরাস্তারপাশেপড়েযায়এবংট্রাকটিদুমড়েমুচড়েযায়।এদিকে সিলেটমহানগরপুলিশেরদক্ষিণসুরমাথানাপুলিশেরভারপ্রাপ্তকর্মকর্তাসামসুদ্দোহাবিষয়টিনিশ্চিতকরেজানিয়েছেন, ঢাকাথেকেসিলেটঅভিমুখেআসাএকটিট্রাকসিলেটথেকেআসাশ্রমিকবাহীপিকআপেরমুখোমুখিসংঘর্ষহয়।এতেঘটনাস্থলে১১জননিহতহনএবংঅপরজনহাসপাতালেনিয়ে যাওয়ারপরমারাযান।দুর্ঘটনারখবরপেয়েউপ-পরিচালকমনিরুজ্জামানেরনেতৃত্বেসিলেটফায়ারসার্ভিসের৭টিটিমঘটনাস্থলেগিয়েউদ্ধারকাজচালায়এবংহতাহতদেরউদ্ধারকরেহাসপাতালেপাঠায়।