/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
নিজস্ব সংবাদদাতা : গতকাল বুধবার দুপুরে আমেরিকার ওহাইওর, লোরেইনের একটি শিল্প এলাকায় পুলিশের সাথে এক বন্দুকধারীর চলমান এনকাউন্টারের ফলে, তিনজন পুলিশ কর্মকর্তা আহত হন এবং ওই বন্দুকধারী নিহত হন। এই বিষয়ে এলিরিয়া পুলিশ প্রধান জেমস ওয়েলশ জানিয়েছেন,''গতকাল দুপুর ১টা নাগাদ প্রোএক্টিভ পেট্রোলিংয়ে থাকার সময়, পুলিশ রিভার বেন্ড ড্রাইভের এক প্রান্তে এক ব্যক্তিকে দেখে থেমে যায়। ওই ব্যক্তির হাতে বন্দুক ছিল। পরে ওই ব্যক্তির সাথে পুলিশের গুলির লড়াই শুরু হয়, যেখানে ওই বন্দুকধারী নিহত হয়।'' এরপর দুই পুলিশকে গুরুতর আহত অবস্থায় এয়ারলিফট করে ক্লিভল্যান্ডে পাঠানো হয়েছে। অপর এক পুলিশকে স্থানীয় হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এই বিষয়ে মেয়র জ্যাক ব্র্যাডলি জানান,''আক্রান্ত পুলিশদের জন্য মানসিক পরামর্শ সেবা দেওয়া হবে। আমরা আমাদের সমস্ত পুলিশ সদস্য ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us