নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নির্বিচারে গুলি চালাতে শুরু করলো এক কিশোর ! আহত ৩

দেখুন এইমুহূর্তের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ শনিবার ভোররাতে, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এক ১৭ বছর বয়সী বন্দুকধারীর গুলিতে, এক মহিলাসহ প্রায় ৩ জন আহত হয়েছেন। এই বিষয়ে পুলিশ জানিয়েছে,''স্থানীয় সময় রাত প্রায় ২টার সময়, ৪৪তম স্ট্রিট ও ৭ম অ্যাভিনিউয়ের ব্যস্ত মোড়ে দুই ব্যক্তির মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এই বাদানুবাদের পরেই আচমকাই ওই কিশোর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এই গুলিবর্ষণের ফলে ১৮ বছর বয়সী এক মহিলা গলায়, আর ১৯ ও ৬৫ বছর বয়সী দুই পুরুষ পায়ে গুলিবিদ্ধ হন। এরপর আতঙ্কে ওখানকার সমস্ত মানুষ চারিদিকে ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে আহতদের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। 

gun