New Update
/anm-bengali/media/media_files/1000066592.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সেন্ট হেলেনা আইল্যান্ডের একটি বিখ্যাত বারে, এক বন্দুকবাজের হামলায় ৪ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার (১২ অক্টোবর) ভোরে সেন্ট হেলেনা আইল্যান্ডের উইলি'স বার অ্যান্ড গ্রিল (Willie’s Bar and Grill)-এ এই ঘটনাটি ঘটেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিউফোর্ট কাউন্টি শেরিফ অফিসের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে বিপুল সংখ্যক আহত ব্যক্তিকে দেখতে পান। এরপর চারজন ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। এই আহতদের মধ্যে চারজন স্থানীয় একটি হাসপাতালে অতি সংকটাপন্ন (critical) অবস্থায় রয়েছেন। পুলিশ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us