BREAKING: উত্তর ক্যারোলিনায় বন্দুকবাজের হামলা ! নিহত ১,আহত ১২

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার হিকোরি শহরে, এক বন্দুকবাজের হামলায় অন্তত ১২ জন আহত এবং একজন নিহত হয়েছেন। আজ রবিবার ১২টা ৪৫মিনিটে দক্ষিণ-পশ্চিম কাটাওবা কাউন্টির, মাউন্টেন ভিউ অঞ্চলের, ওয়ালনাট একর্স ড্রাইভের একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে কাটাওবা কাউন্টি শেরিফ দপ্তর ও হিকোরি পুলিশ জানিয়েছে যে, ''আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং বাকিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।'' উত্তর ক্যারোলিনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এই ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

gun