গোলাবর্ষণ! বিধ্বস্ত একাধিক শহর

রুশ আর্টিলারি ও মর্টারগুলো কুপিয়াঙ্ক, খারকিভ ও চুহুইভ জেলার সীমান্ত ও সামনের সারির জনবহুল এলাকায় গোলাবর্ষণ করেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
বম্নব

নিজস্ব সংবাদদাতাঃ ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি লিসাক জানিয়েছেন, মারহানেটস আঞ্চলিক সম্প্রদায় এবং নিকোপোল আবারও রাশিয়ান আর্টিলারি দ্বারা গোলাবর্ষণের ফলে বিধ্বস্ত।

তিনি বলেন, 'শহরে একটি ইউটিলিটি কোম্পানি, ৮টি প্রাইভেট হাউজ, আউটবিল্ডিং এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলার ফলে এক নারী আহত হয়েছে। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

রাশিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্ডার প্রোকুদিন জানিয়েছেন, 'গতকাল খেরসনের ওপর রুশ বাহিনীর গোলাবর্ষণে দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। রাশিয়ানরা খেরসন অঞ্চলের শিক্ষাগত, প্রশাসনিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভবনে আঘাত হানে।'