BREAKING: চীনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন মার্কো রুবিও !

কি অভিযোগ করলেন মার্কো রুবিও ?

author-image
Debjit Biswas
New Update
marcorubio

নিজস্ব সংবাদদাতা : এবার সরাসরি চীনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চীনের বিরুদ্ধে চুক্তিভঙ্গ, প্রযুক্তি চুরি, এবং ফেন্টানিল পাচারের মতো একাধিক গুরুতর অভিযোগ করলেন তিনি। তিনি বলেন,''চীন বাণিজ্য চুক্তির অপব্যবহার করছে, আমেরিকার প্রযুক্তি চুরি করছে এবং বিপুল পরিমাণে ফেন্টানিল যুক্তরাষ্ট্রে পাচার করছে।” রুবিওর মতে, চীনের এই পদক্ষেপ আমেরিকার অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

China