BREAKING: ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে চরম বিপাকে ফ্রান্স ! ফ্রান্সের স্বীকৃতিকে সরাসরি খারিজ করলো আমেরিকা

কি বললেন মার্কো রুবিও ?

author-image
Debjit Biswas
New Update
Macron

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাতি সংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এইবার এই বিষয়কে কেন্দ্র করেই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লো আমেরিকা-ফ্রান্স। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক টুইটবার্তায় জানিয়েছেন,''ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর,জাতি সংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে,মার্কিন যুক্তরাষ্ট্র জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। এই বেপরোয়া সিদ্ধান্ত কেবল হামাসের প্রচারযন্ত্রকেই আরও শক্তিশালী করবে এবং শান্তি প্রক্রিয়াকে বহু পিছিয়ে দেবে। তাছাড়া এই সিদ্ধান্ত ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থদের মুখে ঠিক একটা চপেটাঘাতের মতো হবে।"

marcorubio

উল্লেখ্য,জাতি সংঘের আসন্ন সাধারণ অধিবেশনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জোর গুঞ্জন চলছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সেই পরিকল্পনার বিপক্ষে কড়া অবস্থান নিল।