/anm-bengali/media/media_files/2025/03/03/wBlaspfT1wDUCu2LEibi.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাতি সংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এইবার এই বিষয়কে কেন্দ্র করেই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লো আমেরিকা-ফ্রান্স। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক টুইটবার্তায় জানিয়েছেন,''ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর,জাতি সংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে,মার্কিন যুক্তরাষ্ট্র জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। এই বেপরোয়া সিদ্ধান্ত কেবল হামাসের প্রচারযন্ত্রকেই আরও শক্তিশালী করবে এবং শান্তি প্রক্রিয়াকে বহু পিছিয়ে দেবে। তাছাড়া এই সিদ্ধান্ত ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থদের মুখে ঠিক একটা চপেটাঘাতের মতো হবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/18/I5jviStmr1OA4wCY5vV2.jpg)
উল্লেখ্য,জাতি সংঘের আসন্ন সাধারণ অধিবেশনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জোর গুঞ্জন চলছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সেই পরিকল্পনার বিপক্ষে কড়া অবস্থান নিল।
US Secretary of State Marco Rubio tweets, "The United States strongly rejects Emmanuel Macron’s plan to recognize a Palestinian state at the UN General Aassembly. This reckless decision only serves Hamas propaganda and sets back peace. It is a slap in the face to the victims of… pic.twitter.com/FOdReHLF3O
— ANI (@ANI) July 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us