BREAKING: আরও কঠোর হচ্ছে মার্কিন অভিবাসন আইন ! গ্রিন কার্ডধারীদেরও বহিষ্কার করতে পারে ট্রাম্প প্রশাসন

কি বললেন মার্কো রুবিও ?

author-image
Debjit Biswas
New Update
marcorubio

নিজস্ব সংবাদদাতা : আরও কঠিন হতে চলেছে মার্কিন অভিবাসন আইন,আজ একটু টুইট বার্তায় ঠিক এই কথাই জানালেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। এই নতুন অভিবাসন আইন অনুযায়ী যদি কেউ হাইতিয়ান গ্যাং নেতাদের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই ব্যক্তি গ্রিন কার্ডধারী হলেও তাকে বহিস্কার করতে পারবে ট্রাম্প প্রশাসন। রুবিওর দাবি, এই গ্যাং নেতারা ‘ভিভ আনসান’ (Viv Ansanm) নামক একটি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, যাদের সঙ্গে কোনওরকম সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই পদক্ষেপ অভিবাসন ও সন্ত্রাস দমন নীতিতে মার্কিন প্রশাসনের কড়া অবস্থানকেই তুলে ধরেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

donald trump