জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচিতে বড় কাটছাঁট

ইতিহাসের ‘সবচেয়ে গভীর অর্থসঙ্কট’ বলছে জাতিসংঘ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
কৃষ্ণ সাগরের শস্য চুক্তির 'অখণ্ডতা' বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ

File Picture

নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে পৃথিবীর যেখানেই মানুষ যুদ্ধ, দুর্ভিক্ষ কিংবা প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত—সেখানে একটিই ভরসার নাম জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচি। কিন্তু এবার সেই আশার আলোও ম্লান হয়ে যাচ্ছে।

সুশীল সমাজের ওপর নিষেধাজ্ঞা উদ্বেগের বিষয়ঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান

জাতিসংঘ জানিয়েছে, তারা ইতিহাসের "সবচেয়ে গভীর অর্থসংকটের" মধ্যে পড়েছে। এর ফলে বৈশ্বিক মানবিক সহায়তা প্রকল্পগুলোতে কাটছাঁট করা হচ্ছে। খাদ্য, চিকিৎসা, আশ্রয় এবং নিরাপত্তা—এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ মানুষের জীবন এখন অনিশ্চিয়তার দিকে হাঁটছে।