ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ! অবশেষে জানা গেলো কারণ

ইরানের বান্দর আব্বাসের শাহিদ রাজাঈ বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ঘটনা সম্মন্ধে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : ইরানের শাহিদ রাজাঈ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পরও ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দরে যেটি বিস্ফোরিত হয়েছে, তা অত্যন্ত দাহ্য পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।

publive-image

শাহিদ রাজাঈ বন্দরটি ইরানের অন্যতম প্রধান কনটেইনার শিপমেন্টের কেন্দ্র। বন্দর আব্বাস শহরের কাছাকাছি অবস্থিত এই বন্দর দিয়ে প্রতি বছর প্রায় ৮ কোটি টন (৭২.৫ মিলিয়ন মেট্রিক টন) পণ্য পরিবহন হয়।বিস্ফোরণের ঘটনায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।