কেমন হল ঢাকার মহাষ্টমীর পূজা?

কুমারীপূজা মানে স্বয়ং মাকে পূজা করা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-30 at 15.59.57

File Picture

নিজস্ব সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। সকাল ১১টায় ঢাকা রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা দিয়ে শুরু হয় মহাষ্টমীর পূজা। বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন দেবী দুর্গার আরাধনা ও দর্শনে। দুপুর ১২টায় পূজা শেষ হয়। 

ঢাকায় রামকৃষ্ণ মঠ ও মিশন ছাড়াও বাংলাদেশে বিভিন্ন জেলায় কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করাই কুমারীপূজা।

রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ কুমারীপূজার গভীর আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, নারী মানে মায়ের প্রতীক। কুমারীপূজা মানে স্বয়ং মাকে পূজা করা। 

মূলত দুর্গাপূজার অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক অর্থাৎ ৬ বছরের কুমারী রূপ ‘উমা’র পূজা করা হয়। তবে এইদিন মন্দিরে ১ থেকে ১৬ বছরের যেকোনো হিন্দু কুমারী কন্যাকে মাতৃভাবে জীবন্ত প্রতিমা কল্পনা করে পূজা করা হয়। আর এই পূজিত কুমারী কন্যারই নামকরণ করা হয় ‘উমা’। ভক্তদের মতে, এটি একাধারে ঈশ্বরের উপাসনা, মানববন্দনা আর নারীর মর্যাদা প্রতিষ্ঠা। মূলত নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বর আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। 

রামকৃষ্ণ মঠ ও মিশনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষের প্রবেশের জন্য পৃথক লেন তৈরি করা হয়। পুরো মণ্ডপ চত্বর নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী আর পুরোহিতেরা শৃঙ্খলা রক্ষা ও পূজার আচারে ব্যস্ত হয়ে পড়েন। 

আগামীকাল মহানবমী তিথিতে নবমীবিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব।