স্পেনে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত মাদ্রিদ, উদ্ধারকাজে ব্যস্ত দমকল ও পৌরকর্মীরা

মাদ্রিদে বিদ্যুৎ বিপর্যয়ে জরুরি পরিষেবা জোরদার করা হয়েছে। বাস চলাচল স্বাভাবিক থাকলেও টানেলগুলি বন্ধ। জানুন সবশেষ আপডেট।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : স্পেন ও পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের জেরে সোমবার মাদ্রিদ শহরজুড়ে দমকল কর্মীরা মোট ১৭৪টি লিফট আটকে পড়ার ঘটনা সামলেছেন বলে জানিয়েছে শহরের জরুরি তথ্য অফিস। বিদ্যুৎ বিভ্রাটে যেসব মানুষ সমস্যায় পড়েছেন, তাদের সহায়তা করতে মাদ্রিদের পৌরকর্মীরা ডবল শিফটে কাজ করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে জ্বালানি সরবরাহ পৌঁছে দেওয়া, শিশুদের দেখাশোনা কেন্দ্র ও প্রবীণদের পরিচর্যা কেন্দ্রে কাজ চালিয়ে যাওয়ার দায়িত্বও নিয়েছেন তারা।

publive-image

অন্যদিকে, শহরের বাস পরিষেবা এখনো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মাদ্রিদের জরুরি তথ্য অফিস। তবে, শহরের টানেলগুলি জনসাধারণের জন্য সারা দিন বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িগুলির জন্য টানেল খোলা রাখা হয়েছে। শহরজুড়ে এখনো বিদ্যুৎ সমস্যা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ জোরকদমে চলছে।