BREAKING: ফের আরেক দেশে 'জেন জেড' বিক্ষোভ! সরকার ভেঙে গেল

মাদাগাস্কারের রাষ্ট্রপতি নিলেন এই সিদ্ধান্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মাদাগাস্কারের প্রেসিডেন্ট এবার সোজা জানিয়ে দিলেন যে সরকারকে বিলুপ্ত করবেন তিনি। দীর্ঘদিনের জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নতার কারণে যুবদের নেতৃত্বে চলমান প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেন। "আমরা স্বীকার করি এবং ক্ষমা চাই যদি সরকারের সদস্যরা তাদেরকে অর্পিত কাজগুলো সম্পন্ন করতে পারেনি," আন্দ্রি রাজোএলিনা সোমবার এক টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত জাতীয় ভাষণে বলেন।

এভাবে পরিচিত জেন-জেড বিক্ষোভে দেখা গেছে হাজার হাজার প্রধানত যুবকরা মাদাগাস্কারের বিভিন্ন শহরে বৃহস্পতিবার থেকে রাস্তায় নামছে, স্লোগান হিসেবে: "আমরা বাঁচতে চাই, কেবল বেঁচে থাকতে নয়"।

Screenshot 2025-09-30 112337